রেড বুল এনার্জি ড্রিংকের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে জানুন ?

 




রেড বুল এনার্জি ড্রিংকের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে জানুন ?

Red Bull বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণে বিক্রয় হওয়া এনার্জি ড্রিংকের মধ্যে অন্যতম |প্রতিবছর বিক্রয় হওয়া Red Bull এর Can এর সংখ্যা 630 কটির অনেক বেশি বিক্রি হয়ে থাকে | রেড বুল এনার্জি ড্রিংক কোম্পানি অস্ট্রিয়ার একটি কোম্পানি GmbH এই ড্রিঙ্কগুলি উৎপাদন করে, রেড বুল- Caffeine, Taurine, Sugar, Vitamin, ( B,B3, B5, B6, B12, ) কার্বনেট বাটার, বেকিং সোডা, ম্যাগনেসিয়াম কার্বনেট বিদ্যমান থাকে এই রেড বুল এনার্জিতে

 

রেড বুল এনার্জি ড্রিংক উপাদান: Caffeine, Taurine, Sugar, Vitamin, ( B,B3, B5, B6, B12, ) কার্বনেট বাটার, বেকিং সোডা, ম্যাগনেসিয়াম কার্বনেট বিদ্যমান থাকে এই রেড বুল এনার্জিতে | অনেক এমন লোক আছে যারা এখনো মনে করে রেড বুল এনার্জি ড্রিংকসতে ষাঁড়ের বীর্য থাকে কিন্তু কথাটা সম্পূর্ণ ভুল, বাস্তবে Taurine এর সাথে Synthetic রাসায়নিক মিশ্রণ করে ফার্মাসিউটিক্যাল কোম্পানি বানাচ্ছে

 

রেড বুল খেলে কি হয় ?

রেড বুল এনার্জি ড্রিংক যেটা সম্পূর্ণ এলকোহল মুক্ত এতে অ্যালকোহলের পরিমাণ থাকে না বললেই চলে | এর জন্য রেড বুল আপনারা খেলে আপনাদের কোন প্রকার নেশা হবে না | Red Bull ক্যাফেইন (Caffeine) থাকে ক্যাফিন এমন একটি কেমিক্যাল যা আমরা চায়ের মধ্যে পেয়ে থাকি কফির মধ্যে পেয়ে থাকি কোকাকোলা, এই ধরনের প্রোডাক্টগুলিতে আমরা ক্যাফিন পেয়ে থাকি , আমাদের শরীর ক্লান্ত হয়ে গেলে, যখন শরীর দুর্বল বোধ করে সেইসময় আমাদের এই ধরনের জিনিস গুলো পান করা হয়  যাতে আমাদের শরীরে পুনরায় আগের মত এলার্জি ফিরে আসে সেই ক্ষেত্রে ক্যাফিন সবথেকে বেশি কাজ করে | আর এই Red Bull এনার্জি ড্রিংকসে সবথেকে বেশি পরিমাণে ক্যাফেইন থাকে |

 

রেড বুল এর একটি কেনে এক কাপ কফির সমান Caffeine থাকে,রেড বুল এর একটি কেনে 80 মিলিগ্রাম Caffeine থাকে এছাড়াও রেডবুলের একটি কেনে Taurine থাকে যা এক ধরনের অ্যামাইনো অ্যাসিড হয় |যা আপনার শরীরে কিছুক্ষণের জন্য কর্ম ক্ষমতা বাড়িয়ে দেবে |কিন্তু রেডবুল খাবার 3-4 ঘন্টা পর সমস্ত কাজ নষ্ট হয়ে যায় শরীর আবার আগের মতোই দুর্বল হয়ে থাকে |

 

রেড বুল খাওয়ার অপকারিতা কি

অতিরিক্ত Red Bull খেলে আপনার শরীরে সবসময় বিরক্ততা অনুভব করবে, আপনার ঘুম প্রচন্ড পরিমাণে কমে আসবে (Insomnia) আক্রান্ত হতে পারেন, উচ্চ রক্তচাপ, হার্টবিট বেড়ে যাবে, অস্থিরতা, নার্ভাস অনুভব করা, ডায়রিয়া হতে পারে, বমি আসে মাথা ঘোরা এই ধরনের প্রবলেম আপনার স্বাভাবিক হবেই

 

কিছু ক্ষেত্রে দেখা গেছে যারা রীতিমতো রেডবুল পান করেন  তাদের হার্টবিট বেড়ে যাবার জন্য  হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছে | যারা একদিনে 8-10 ক্যান রেড বুল  পান করেছিল | প্রতিদিন রেডবুল পান করলে আপনাদের শরীরে ক্যাফিন এর মাত্রা বাড়তে থাকবে এর ফলে শরীরে ইনসুলিনের মাত্রা কমতে থাকবে ফলে আপনার শরীরে ডায়াবেটিস বড় আকারে ধারণ করতে পারে

 

এমন অনেক দেশ রয়েছে যেখানে বাচ্চাদের এবং  টিনএজারদের রেডবুল বেচা অপরাধমূলক ভাবা হচ্ছে সেখানে তাদের Red Bull পানের অনুমতি দেয়া হয় না | তাদের অনুমান শিশুদের এই ড্রিঙ্ক পানকরতে দিলে মাথা যন্ত্রণা বুকের ব্যথা এই ধরনের প্রবলেমগুলো হতে পারে এছাড়াও তাদের শরীরের অন্যান্য শারীরিক প্রবলেম দেখা দিতে পারে |যারা GYM এক্সেসাইজ করে তারা ভুল করেও Red Bull পান করবেন না এরপর আপনার শরীরে কোন Development দেখা যাবে না |

 


1 تعليقات

إرسال تعليق

أحدث أقدم