হিন্দি সিনেমা জগতের ১০ জন সুন্দরী নায়িকা

 হিন্দি সিনেমা জগতের ১০ জন সুন্দরী নায়িকা


 হিন্দি সিনেমা জগতকে আমরা সকলেই জানি বলিউড নামে হলিউড সিনেমা চলচ্চিত্রের পরে যদি কোন সিনেমা জগতের নাম করা হয় তা হল মুম্বাইয়ের এই বলিউড। বলিউডে অনেক সুন্দরী অভিনেত্রী উন্মোচন করেছে যারা তাদের মন্ত্রমুগ্ধ সৌন্দর্যের পাশাপাশি অনবদ্য অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছে।

 আমরা সকলেই জানি যে আকর্ষণীয় এবং গ্ল্যামার অভিনেত্রী ছাড়া চলচ্চিত্রশিল্পে নিস্তেজ এবং বিদঘুটে একঘেয়েমি হয়ে যাবে এই কথা মাথায় রেখেই বলিউডের পরিচালকরা প্রতিদিন নতুন নতুন নায়িকা এবং নতুন নতুন ড্রেস পরিধান এর মাধ্যমে বলিউডের সেই সুন্দরী নায়িকাদের আরও আকর্ষণীয় করে তুলছে। আজ আমি ভারতবর্ষের বলিউডের 10 জন এমন সুন্দরী নায়িকাদের কথা উল্লেখ করব যারা তাদের রূপ এবং সৌন্দর্য দিয়ে ভারতবর্ষের কোটি কোটি হৃদয়ে বিরাজ করছেন।

হিন্দি সিনেমা জগতের ১০ জন সুন্দরী নায়িকা

     যাই হোক তবে আমরা আপাতত ২০২১ সালের সবচেয়ে ১০ সুন্দরী অভিনেত্রী একটি তালিকা তৈরি করেছি। সেই চমৎকার অভিনেত্রী দের সম্পর্কে নিচে কিছু বর্ণনা দিলাম।

    1.  দিপিকা পাদুকন
    2.  প্রিয়াঙ্কা চোপড়া জন্স
    3.  অনুষ্কা শর্মা
    4.  ক্যাটরিনা কাইফ
    5.  জ্যাকলিন ফার্নান্ডেজ
    6.  আলিয়া ভাট
    7.  কঙ্গনা রানাওয়াত
    8.  সারা আলি খান
    9.  শ্রদ্ধা কাপুর
    10.  দিশা পাটানি

    দিপিকা পাদুকন :



     বলিউডের সর্বোচ্চ স্থান অধিকারী এই অভিনেত্রীর নাম দিপিকা পাদুকন তিনি বলিউডের সবচেয়ে সুন্দরীঅভিনেত্রী হিসেবে পরিচিত। শুধু তাই নয় এই দিপিকা পাদুকন বিশ্বের অন্যতম সুন্দরী নারী। বলিউডের চমৎকার এক অভিনেত্রী যিনি ২০১৮ সালে বিশ্বের 10 জন প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে প্রবেশ করেছেন।

     দিপিকা পাদুকন জন্মগ্রহণ করেছিলেন ৫ ই জানুয়ারি ১৯৮৬ সালে কোপেনহেগেনের ডেনমার্ক শহরে। তার পিতার নাম প্রকাশ পাদুকোন তিনি একজন ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন। দিপিকা পাদুকন বলিউডে প্রবেশ করেছিলেন ২০০৭ সালে শাহরুখ খানের সাথে "ওম শান্তি ওম" সিনেমার দাড়া।


     দিপিকা পাদুকনের সিনেমা :

     দিপিকা পাদুকন 38 টার ও বেশি সিনেমাতে অভিনয় করেছেন এবং সেগুলি বলিউডে হিট সিনেমা হিসেবে পরিচিত। যেগুলো হলো- পিকু, বাজিরাও মাস্তানি, পদ্মাবত, চাঁদনী চক চায়না, লাভ আজ কাল, রামলীলা, চেন্নাই এক্সপ্রেস, তামাশা, এ জাবানি হে দিবানি, ককটেল, ইত্যাদি সিনেমাতে তার অসাধারণ অভিনয় দেখা গিয়েছে।


     দিপিকা পাদুকন এর বিবাহিত জীবন:

     দীপিকা পাডুকন রানবির সিং এর সাথে ২০১৮ সালে বিবাহিত করেনেন। বর্তমানে তার সাথেই জীবনযাপন করছেন রণবীর খুব বড় একটা না হলেও দীপিকার মনের মধ্যে তার অভিনয় এর বিশেষ প্রভাব পড়েছে। তাই তারা দুজনে বলিউড থেকে বিরতি নিয়ে নিজেদের সংসার ধর্ম পালন করছেন।


    প্রিয়াঙ্কা চোপড়া জোন্স:-



     প্রিয়াঙ্কা চোপড়ার শুধুমাত্র বলিউডের এই সুন্দরী নায়িকা নন তিনি বিশ্বের সর্বোচ্চ সুন্দরী এক নারী। তিনি একজন গ্লোবাল আইকন যিনি তার চোয়াল ড্রপিং সৌন্দর্য এবং আশ্চর্যজনক অভিনয় দক্ষতা দিয়ে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ হৃদয় জয় করে সফল হয়েছেন। বর্তমানে তিনি একজন গায়ক এবং চলচ্চিত্র প্রযোজক। বলিউডে যদি সবচেয়ে বেশি সেলারি নেওয়া অভিনেত্রীর তালিকায় প্রিয়াঙ্কা চোপড়াও একজন।


     প্রিয়াঙ্কা চোপড়ার জন্মস্থান

     প্রিয়াঙ্কা চোপড়া জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষের জামশেদপুরে ১৮ ই জুলাই ১৯৮২ সালে। প্রিয়াঙ্কা চোপড়া ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হিসাবে মুকুট লাভ করেন। প্রিয়াঙ্কা চোপড়া ২০০৩ সালে "দ্য হিরো" লাভ স্টোরি অফ স্পাই দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। তারপর থেকে একের পর এক হিট সিনেমাতে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। বলিউডের তার কিছু অসাধারণ অভিনয় দেখা গিয়েছে তারমধ্যে - বরফি, ডন, অগ্নিপথ, ফ্যাশন,মেরিকম, ক্রিস, বাজিরাও মাস্তানি, ইত্যাদি হিট সিনেমা গুলি তার অসাধারণ অভিনয় নিদর্শন পাওয়া যায়।


     প্রিয়াঙ্কা চোপড়ার বিবাহিত জীবন:

     প্রিয়াঙ্কা ২০১৮ সালে নিক জোনস এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার অভিনয় জগতে অনেক পুরস্কার রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার। তিনি 2016 সালে মর্যাদাপূর্ণ পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়া ফোবসের ১০০ জন শক্তিশালী অভিনেত্রী মহিলার তালিকা তে উপস্থিত হয়েছেন।


     অনুষ্কা শর্মা

     অনুষ্কা শর্মা ও প্রিয়াঙ্কা এবং দীপিকার মতো ততটাই খ্যাতি অর্জন করেছে ভারতীয় হিন্দি চলচ্চিত্রের দুনিয়ায় তার প্রথম সিনেমাতে দেখা গিয়েছিল শাহরুখ খানের সাথে "রাব নে বানা দি যোদি" সিনেমাতে  2009 সালথেকে বলিউডের সাথে যুক্ত হয়ে তিনি কাজ করছেন Bollywood মোট 14 টি সিনেমা রয়েছে যার মধ্যে - রাব নে বানা দি জোড়ি, ব্যান্ড বাজা বারাত, বদমাশ কোম্পানি, পাটিয়ালা হাউস, লেডিস ভার্সেস রিকি ভাই, জাব তাক হে জান, মাত্রু কি বিজলী কা মন্দলা, পিকে, বোম্বে ভেলভেট',সুলতান, এ দিল হে মুশকিল, ফেলিউরি , যব হ্যারি মিট সেজল, সুই ধাগা মেড ইন ইন্ডিয়া, এই সিনেমা গুলিতে তার অসাধারণ অভিনয়ের জলসা দেখা গিয়েছে।

     অনুষ্কা শর্মার জন্মস্থান

     উত্তরপ্রদেশের অযোধ্যাতে 1988 সালে 1ই মে জন্মগ্রহণ করেন আনুশকা শর্মা ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তিনি কিন্তু অভিনয় জগতে পা রাখেন। ছোটবেলা থেকেই অনুষ্কা শর্মার অভিনয়ের প্রতি একটা আকর্ষণ দেখা গিয়েছে। 

    Post a Comment

    أحدث أقدم