Divyanka Tripathi Biography || টিভি সিরিয়ালের এক পছন্দ তম নাম দিভিয়াঙ্কা ত্রিপাঠি

 Divyanka Tripathi Biography || টিভি সিরিয়ালের এক পছন্দ তম নাম দিভিয়াঙ্কা ত্রিপাঠি


দিভিয়াঙ্কা শৈশবকাল  

 হিন্দি টেলিভিশন শোতে এক জনপ্রিয় নাম দিভিয়াঙ্কা ত্রিপাঠীর। যার চেহারা কোটি কোটি ভারতবাসির মন কেড়ে নিয়েছে। তার জন্ম হয়েছিল মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে 1984 সালের 14 ডিসেম্বরে তার জন্মের আগে তার বাবা-মা সব সময় ভাববেন যেন তাদের একটা পুত্র সন্তান হয় তাই দিভিয়াঙ্কা কে সব সময় ছেলেদের মতো রাখা হতো। ছেলেদের মত পোশাক পরানো হত ছেলেদের মত চুল কাটাতে হতো তার আচার-আচরণ চলাফেরা কথাবার্তা সবকিছুই ছেলেদের মতোই হয়ে গেছিল। তখন কেউ কিন্তু ভেবে উঠতে পারেনি যে এই দিভিয়ানকা পরবর্তীতে এক সুন্দরী অভিনেত্রীতে পরিণত হবে।


     দিভিয়ানকা পড়াশোনা শেষ করে ভূপালের নতুন কলেজ থেকে। স্কুল জীবনে তার খেলাধুলার প্রতি বিশেষ আকর্ষণ দেখা গিয়েছে সমস্ত খেলায় সে যেন বিশেষ খ্যাতি অর্জন করেছিল বাল্য জীবনের কিন্তু সে কখনো জীবনে ভাবেনি কখনো সে এক অভিনেত্রী হয়ে উঠবে। ছেলেদের মত জীবন যাপন করায় তার স্বপ্ন হয়ে উঠেছিল ইন্ডিয়ান আর্মিতে জয়েন্ট দেশের সেনা হিসেবে কাজ করবে। এই স্বপ্ন বাস্তবায়িত করতে সে চলে গেছিল ভূপাল রাইফেল একাডেমিতে এবং সেখানে গিয়ে বেশ কিছু বছর ট্রেনিং করে আছে সেখান থেকে গোল্ড মেডেল খ্যাতি অর্জন করে এসেছিল।


     কেন সে অভিনেত্রী হলো ?

     দিভিয়াঙ্কা আকাশবাণীতে কিছুদিন এংকার হয়ে কাজ করেছিল তারপরেই 2003 সালে সে MS Butifull Skin পুরস্কারে ভূষিত হয় তারপর থেকে সে টেলিভিশনে সো গুলিতে একটু অ্যাটেনডেন্স করে তারপর সে Zee TV একটি show Zee Cinestar পার্টিসিপেট করেন সেখানেও তাকে জোয়ী করা হয়। এরপর থেকে মডেলিং এবং অ্যাক্টিং এর উপর একটু ইচ্ছা জাগতে থাকে তারপর তাকে মিস ভূপালের সুন্দরী সম্মানে ভূষিত করা হয়। সেখান থেকেই শুরু হয় তার ক্যারিয়ারের উজ্জ্বলতম পর্ব।


    দিভিয়াঙ্কার ক্যারিয়র :-

     দূরদর্শন থেকে তার জীবনের ক্যারিয়ার শুরু হয় সেখানে তার অভিনয়ের ট্যালেন্ট দেখে মুগ্ধ হয়ে বোম্বে ডাকা হয় বালাজি টেলিফিল্ম লিমিটেড কোম্পানি তখন তাকে "Banu Main Teri Dulhann" অডিশনের জন্য সেখানে তার সুন্দর্য ও এক্টিং দেখে তাকে সেখানে সিলেক্টেড করা হলো শরৎ মনেহত্রার সাথে। সেই সময় এমন দিন ছিল তখন তাকে মুম্বাই শহরে কেউ চিনত না কিন্তু এখন তাকে ছোটপর্দার ধারাবাহিক সিরিয়ালের সাথে যুক্ত সমস্ত ঘরের মানুষেরা তাকে চেনে। 2009 সালে জিটিভি ওই শো শেষ হওয়ার পর তাকে একটি কমেডি শো এ দেখা যায় Sub TV সে তাকে Mrs & Mr Sharma শোতে অভিনয় করতে দেখা যায়। সেখানে এলাহাবাদ বাশির একটি রোল তাকে করতে দেখা গিয়েছিল। 2011-2012 পর্যন্ত অনেক রকম ছোট-বড় সিরিয়ালের তাকে অভিনয় করতে দেখা গিয়েছে।


    2013 সাল থেকে 2017 পর্যন্ত একটানা সিরিয়ালের জগতে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে এবং অস্কার অসাধারণ অভিনয় সকলকে মুগ্ধ করেছে তাকে একটানা হিট সিরিয়াল দেওয়ার জন্য তার অভিনয়ের অসাধারণ তা দেখে তাকে 2016 সালে পদ্মবিভূষণ পুরস্কার এ ভূষিত করা হয়। এছাড়াও Star Parivar Award তাকে মোট 6 টি পুরস্কার দেওয়া হয়, তার সঙ্গে দুইটি Gold Award তাকে দেওয়া হয় Best Screen ও Best Actress এর জন্য।


    দিভিয়াঙ্কা রিলেশনশিপ :-

    দিভিয়াঙ্কা তার রিলেশনশিপ এর সাথে একদম খোলাখুলি থাকত তার কাছে পার্সোনালিটি মানে কিছু ছিল না। মিডিয়ার যত রকম প্রশ্ন ছিল সে হাসি মুখে উত্তর দিত। দিভিয়াঙ্কা বলেছে সে তার সব সম্পর্কের সাথে একদম সিরিয়াস ভাবে থেকেছে। আর সেই সময় তাঁর স্পেশাল শরৎ মালোত্রা সাথে সে তার সাথে বিয়ে করার স্বপ্ন বাস্তবায়িত করার চেষ্টা করেছিল। কিন্তু 9 বছর সম্পর্কটা থেকেও পরবর্তীতে তাদের ব্রেকপ হয়ে গিয়েছিল যখন তারা মনের মধ্যে ভেবেছিল তাদের দুজনের মধ্যে আর ভালোবাসা নেই। কথায় আছে না যা হয় তা ভালোর জন্যই এটাই হয়েছিল দিভিয়াঙ্কার সাথে। 2015 সালে এক সাধারণ বন্ধুর মত দিভিয়াঙ্কা আর বিবেকের সাক্ষাৎ হয় আর সেখান থেকে শুরু হয়েছে তাদের দুজনের প্রেমের কাহিনী 3 বার ঘোড়ার পর তাদের দুজনের মনের মধ্যে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।

    Top Tags: ( divyanka tripathi biography,divyanka tripathi,divyanka tripathi lifestyle,divyanka tripathi family,divyanka tripathi husband,divyanka tripathi house,divyanka tripathi net worth,divyanka tripathi income,divyanka tripathi wedding,divyanka tripathi age,divyanka tripathi dahiya,divyanka tripathi and vivek dahiya,divyanka tripathi baby,divyanka tripathi dance,divyanka tripathi car collection,divyanka tripathi cars,divyanka tripathi salary )


    Post a Comment

    নবীনতর পূর্বতন