চাকদাহের মল্লিকাবোন ভ্রমণের একটি আদর্শ ঠিকানা ? Mallikabon Eco Village Resort

 চাকদাহের মল্লিকাবোন ভ্রমণের একটি আদর্শ ঠিকানা ? চলুন বেড়িয়ে আসি' মল্লিকাবন

ezgif-com-gif-maker-24




 মল্লিকাবন কিভাবে যাবেন ?

 পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাকদা শহরের গৌরনগর এ এই মল্লিকা বনে "Eco Village Resorts" গড়ে উঠেছে। একদম গঙ্গার পাড়ে চাকদহ স্টেসন থেকে 15-20 মিনিটের পথ এই মল্লিকাবন। আপনারা চাইলে টুকটুক করে কিংবা বাইকে সেখানে যেতে পারেন, ন্যাশনাল হাইওয়ে থেকে সোজাসুজি আপনারা এই মল্লিকাবনে আসতে পারবেন। টুকটুক গাড়িতে যদি আপনারা আসেন এখানে আপনাকে পৌঁছাবার জন্য ২০ টাকা ভাড়া আপনার কাছ থেকে তার নেবে। আর আপনি যদি সপরিবারে একটু গাড়ি করে আসেন তাহলে কিন্তু আপনি এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ও পেয়ে যাবেন।

ezgif-com-gif-maker-23



 মল্লিকাবন পার্কটির অবস্থান 

 পার্কটি গঙ্গা নদীর তীরে এক মনোরম পরিবেশের মধ্যে অবস্থিত চারিদিকে শুধু সবুজ আর সবুজ ঘেরা এই পার্কটিকে আরো সুন্দর করে তুলেছে পার্কটি তৈরীতে কোন প্রকার বালি বাস সিমেন্ট ব্যবহার করা হয়নি সম্পূর্ণ প্রাকৃতিক ও ন্যাচারাল ভাবে এই পার্কটিকে সাজানো হয়েছে। বাঁশের তৈরি চেয়ার, বাঁশের খুঁটির তৈরি কুঁড়েঘর বিচুলির ছাউনি ও বাসের তৈরি কটেজ এখানে তৈরি করা হয়েছে টুরেস্টদের আকর্ষিত করার জন্য। সবুজে ঘেরা এই মনোরম পরিবেশে আপনারা সকলে সপরিবারে এসে ভ্রমণ করে যেতে পারেন। এখানে রয়েছে একটি পার্ক, ও রেস্টুরেন্ট এর ব্যবস্থা রয়েছে যেখানে আপনারা সকলেই খাওয়া-দাওয়া করতে পারবেন এছাড়াও এখানে বোটিং এর ব্যবস্থা রয়েছে। বোটিং এর ব্যবস্থা অর্থাৎ গঙ্গা নদীর তীরে যেহেতু এই পার্কটি অবস্থিত তাই এই পার্কটিকে আরো আকর্ষিত করার জন্য এখানে এই ধরনের ব্যবস্থা করা হয়েছে 3:30 থেকে 5:30 পর্যন্ত খোলা থাকবে এই বোটিং ব্যবস্থা।







 মল্লিকাবনে বুকিং ব্যবস্থা

 যে সমস্ত গেষ্টরা অনলাইনে কটেজ বুক করবেন তারা 24 ঘন্টা পর্যন্ত 1250 টাকায় Welcome Drinks এবং 2 টো মিল ও দুবার টিফিন কফি স্নেকস সবকিছুর প্যাকেজিং পরিষেবা আপনার এখান থেকে পাবেন। এছাড়া এখানে যেহেতু রেস্টুরেন্ট রয়েছে তাই নিজের পছন্দমত খাদ্য সংগ্রহ করতে পারবেন। যারা পার্ক পরিদর্শন করতে আসবেন অর্থাৎ কিছুটা সময় কাটাবার জন্য তারা পার্কের প্রবেশ মূল্য 20/- টিকিট কেটে পার্কটিতে প্রবেশ করতে পারবেন। পার্কটি খোলা থাকবে সকাল 10 টা থেকে রাত 8 টা পর্যন্ত।
Book by WhatsApp:-7908112610

mallikabon eco village resort,mallika bon eco village resort,mallika bone eco village resort,mallikaban eco village resort,mallikabon eco village resorts,bengali village chakdaha,chakdaha,chakdaha village explore,mallikabon resorts chakdaha nadia,chakdaha resort,chakdaha mallikabon,chakdaha mallika bon,mallika bon chakdah,chakdaha rechort,places to visit in chakdaha,mondwarika eco resort,eco urban village restaurant,eco villages near kolkata


1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন