সানি লিওনের বায়োগ্রাফি ? সানি লিওনের জীবনী ?
সানি লিওনের জন্ম হয় কানাডার অন্টারিও শহরে 1981 সালের 13 মে দিনটিতে বর্তমানে সানি লিওন 10 জন বিখ্যাত মহিলা সেলিব্রেটির মধ্যে একজন | পর্নো জগতের মধ্যে দিয়ে তার ক্যারিয়ার ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডেও তার নাম আছে তিনি একজন অভিনেত্রী ও মডেল হিসেবে বেশ কিছু সিনেমাতে কাজ করেছেন | তিনি একই সাথে আমেরিকা ও কানাডার নাগরিক |এক সময় ছিল যখন গুগলের সার্চ করা হয়েছিল সানি লিওনের ক্যারিয়ার নিয়ে | ছোটবেলা থেকে সানিলিওন নম্র স্বভাবের হলেও পরবর্তীতে তাকে বিভিন্ন অশ্লীল চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ? তবে তার চরিত্রের এত পরিবর্তন কিভাবে এটাই জানবো আজকের এই আর্টিকেলের মাধ্যমে |
জন্ম : |
1981 সালে 13 মে |
বয়স : |
38 বছর বয়স |
অন্য নাম : |
করণজিৎ কৌর ভরোরা |
নাগরিকত্ব : |
ভারতীয় কানাডা ও আমেরিকা |
পেশা : |
অভিনেত্রী ও মডেল |
সানি লিওনকে 2003 সালে “পেন্টহাউস পেইন্ট
অফ দ্যা ইয়ার” পুরস্কারে ভূষিত করা হয়|সানি লিওন এমন একজন একটা যে প্রথম শাড়ির মেইনস্ট্রিম মিডিয়াতে অভিনয় করেছেন তার প্রথম সিনেমাটি সম্প্রসারিত হয়েছিল 2005 সালে |সানি লিওন MTV INDIA চ্যানেলে রেড কার্পেট রিপোর্টার হিসেবে কাজ করেছেন 2011 সালে এছাড়াও সানিকে ভারতীয় রিয়ালিটি শো “Big Boss” টিভি সিরিয়ালটিতে কাজ করতে দেখা গিয়েছে | 2012 সালে পূজা ভাটের “Jism-2” সিনেমাতে কাজ করেছেন আর এরপর থেকেই তাকে আর কখনো পিছনে ফিরতে হয়নি পর্ন ইন্ডাস্ট্রি কে একেবারে বিদায় জানিয়ে বলিউডে তাকে স্বাগত জানানো হয় , এর পরবর্তী সময়ে সানিকে 2013 সালে জ্যাকপট, 2014 সালের রাগিনী এমএমএস
2, 2015 সালের “এক পেহেলি
লীলা” 2017 সালে তেরা ইন্তেজার এইসব সিনেমা গুলিতে সানিকে অভিনয় করতে দেখা গিয়েছে |অভিনয়ের পাশাপাশি বিভিন্ন NGO সাথে যুক্ত হয়ে সমাজকল্যাণের হাত বাড়িয়েছে “এঞ্জেল হাফ ম্যারাথন এর ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন যাতে আমেরিকায় ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করা যায় | এছাড়াও কুকুর চিকিৎসার জন্য পেটা ক্যাম্পেইন চালিয়ে তাদের চিকিৎসা ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন | সমাজে অনাথ শিশুদের দেখাশোনার দায়িত্বে পড়াশোনা চালানো তাদের খাওয়া-দাওয়া যথাযথ এক পরিবারের মতো তাদের সমস্ত দায়িত্ব নিয়েছে সানি ফ্যান ক্লাব |
2011 সালে সানি লিওন সঙ্গীতজ্ঞ ড্যানি ওয়েবারের সঙ্গে বিবাহ সম্পর্কে আবির্ভূত হন বর্তমানে মুম্বাই শহরে তাঁর সঙ্গেই বসবাস করছেন |
সানি লিওনের পিতার নাম কি ? |
যশপাল সিং ভরোরা |
সানি লিওনের মাতার নাম কি ? |
বলবান কৌর ভরোরা |
সানি লিওন বর্তমানে কোথায় বসবাস করেন ? |
বর্তমানে মুম্বাই শহরে তিনি বসবাস করেন |
সানিলিওনের মোবাইল নাম্বার কত ? |
USA+ 1-818-357-6748. WhatsApp ID: Can't
disclose / Not Available. Fax Number in US: 916-244-7048 |
সানি লিওনের ধর্ম কি ? |
শিখ ধর্মে ধর্মান্তরিত |
সানি লিওনের কটা ছেলে মেয়ে ? |
তিনটি সন্তানের মা 2017 নিশা নামের একটি মেয়েকে দত্তক নেন , পরে 2018 সানে যমজ সন্তানের জন্ম দেন | |
সানি লিওনের নতুন সিনেমা কি কি ? |
|
সানি লিওনের
শৈশবকাল ?
সানি লিওনের ছোটবেলার নাম ছিল করণজিৎ কৌর 1981 সালের 13 মে কানাডার অন্টারিও শহরে জন্মগ্রহণ হয় শিখ পরিবারে, তার পিতার নাম ছিল বলবান কৌর ভরোরা ও মাতার নাম ছিল যশপাল সিং ভরোরা তার বাবা একজন বিজনেসম্যান এবং মা একজন গৃহবধূ| তার বাবা জন্মগ্রহণ করেন তিব্বতে এবং বড় হয়েছিল দিল্লিতে অপরদিকে তার মা হিমাচল প্রদেশের মেয়ে ছিল | সানি লিওনের মা ছেলে একজন হকি প্লেয়ার |
যদিও তার পরিবার শিখ ছিল কিন্তু তার বাবা মা তাকে ক্যাথলিক স্কুলে ভর্তি করেছিল কারণ তার বাবা মা ভেবেছিল পাবলিক ইস্কুলের তার মেয়ে সুরক্ষিত নয় |সানি লিওনের বয়স যখন 13 তখন সানির পরিবার তাকে নিয়ে মিশিগানে চলে যান পরবর্তীতে এক বছর পর তারা ক্যালিফোর্নিয়ার লোক ফরেস্টে স্থানান্তরিত হয় |তার ঠাকুর দেখার ইচ্ছে ছিল তারা পরিবারে মিলে সকলেই মিলেমিশে থাকুক | 2003 সালে সানিকে পেন্টহাউস অফ দা ইয়ার পুরস্কারে সম্মানিত করা হয় এর পরবর্তী সময়ে সানি ওয়েস্ট কোস্ট ইন্টার্নেট সেল এ রিপেজেনটিভ হয়ে কাজ পান |
sunny leone full life story, sunny leone biography, sunny
leone age, sunny leone biography life movie sunny leone height, sunny leone date of birth, sunny
leone net worth in rupees 2021 sunny leone biography life in English, sunny leone bio, sunny
leone family name, sunny leone biography wiki hindi, sunny leone's age, sunny
leone height and weight, sunny leone biography life movie name, sunny leone
bio data, life history of sunny leone,sunny leone autobiography, sunny leone
biography life movie in hindi, sunny leone life history youtube, sunny leone
family details |
1➤ সানি লিওনের বায়োগ্রাফি ?
2➤ সানি লিওনের পিতার নাম কি ?
3➤ সানি লিওনের মাতার নাম কি ?
4➤ সানি লিওন বর্তমানে কোথায় বসবাস করেন ?
5➤ সানিলিওনের মোবাইল নাম্বার কত ?
6➤ সানি লিওনের ধর্ম কি ?
7➤ সানি লিওনের শৈশবকাল ?
একটি মন্তব্য পোস্ট করুন