কঙ্গনা রানাউতের জীবনের গল্প || kangana Ranaut Biography

 কঙ্গনা রানাউতের জীবনের গল্প  || kangana Ranaut Biography



আজকে এমন একজন নারীর সম্পর্কে আলোচনা করতে চলেছি যিনি তিন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং নিজের বলে তিনি আজ একজন সফল অভিনেত্রী যাকে বলিউডের কুইন হিসেবে জানা হয়। তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের সকলেরই পরিচিত কঙ্গনা রানাওয়াত।


কঙ্গনা 23 মার্চ 1987 সালে ভারতের পার্বত্য অঞ্চল হিমাচল প্রদেসের ভাম্বলাই জন্মগ্রহণ করেছিলেন। কঙ্গনা আর্থিক এবং সামাজিক দিক থেকে সমৃদ্ধ এক রাজপুত পরিবার থেকে এসেছেন। তার দাদুর বাবা সূরজ সিং রাজপুত ছিলেন একজন লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য এবং তার দাদু ছিল একজন আইএএস অফিসার এবং তার বাবা অমারটিপ রানাওয়াত ছিলেন একজন একজন ব্যবসায়ীক এবং তার মা আশা রানাওয়াত ছিলেন একজন স্কুল শিক্ষিকা হিসেবে পরিচিত ছিলেন। কঙ্গনার একজন দিদি ও একটি ভাই আছে রাঙ্গলি রানাওত ও অক্ষসট রানাউত। তারা একসাথে একই যৌথ পরিবারে কাকা ও কাকিমা দের সাথে থাকতো কানকানা ছোট থেকে একটু জেদি ও অভিমানী এবং প্রতিবাদী স্বভাবের মেয়ে ছিলেন। তার বাবা তার জন্য পুতুল এবং ভাইয়ের জন্য বন্দুক আনলে ছোটবেলায় তিনি বন্দুকের জন্য মন খারাপ করতেন।


যৌথ পরিবারে থাকার জন্য কঙ্গনাকে অনেকে অনেক রকম বাধা-বিপত্তির মধ্যে থাকতে হতো কারণ তাদের বাড়িতে মেয়েদেরকে অন্যের সম্পদ বলে মনে করা হতো আর এই ব্যাপারটাই কাঙ্গেনা মেনে নিতে পারতেন না তিনি চাইতেন তার জন্য একটি নিজস্ব পরিচয় গড়ে উঠতে পারে এবং সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে। আর এই স্বপ্নই তাকে ঘরে ছাড়া করেছিল কঙ্গনা দিল্লিতে DAV Public স্কুল থেকে লেখাপড়া করেন যখন তিনি 12 ক্লাসে লেখাপড়া করতেন তখন তিনি স্বেচ্ছায় ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিলেও পরবর্তীতে পরীক্ষা না দিয়ে বাড়ি ছেড়ে দিল্লি চলে আসেন। দিল্লি চলে এসে তিনি এলিট মডেলিং এজেন্সির হয়ে কাজ করতেন। মডেলিংয়ের পাশাপাশি তিনি অমিত গৌড় এর অধীনে অভিনয় শেখার জন্য তিনি তার থিয়েটার গ্রুপের সাথে থিয়েটার করতেন তার কাজ ভাল লাগলে গুরু তাকে মুম্বাই যাওয়ার কথা বলেন।


 মুম্বাই এসে তিনি প্রচন্ড আর্থিক সংকটের মধ্যে পড়েন। সেই সময় আচারা রুটি খেয়ে তার দিন কেটেছে। কারণ বাড়ির সাথে তার সম্পর্ক না থাকার কারণেই  তার বাবা তাকে আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছিলেন। 2004 সালে রাকেশ শর্মা তার I Love U Boss ফিল্মে কাজ দেবার কথা বলেন সেই বছরেই তার মহেশ ভাট এর সাথে যোগাযোগ হয় এবং মহেশ ভাটের রোমান্টিক কিলার Gangstar সিনেমাতে তাকে প্রধান চরিত্রে অভিনয়ের কথা বলেন কিন্তু পরবর্তীতে মহেশ ভাট মনে করেন এই চরিত্রের জন্য কঙ্গনার বয়স অনেক কম তাই তিনি এই চরিত্রটি চিত্রাঙ্গনা সিংহকে দেন কিন্তু কোনো কারণবশত চিত্রাঙ্গদা এই সিনেমাতে কাজ করতে চান না তাই এই কাজটি চলে যায় কঙ্গনার হাতে তার অসাধারণ অভিনয় ফিল্মটি বাণিজ্যিকভাবে সফল হলেই কঙ্গনা দারুণ প্রশংসিত হয় এবং সিনেমার গানগুলি মধুর হওয়ার কারণেই দর্শক কঙ্গনাকে পছন্দকরে। এবং তিনি বেস্ট ডি ভিউ নায়িকার জন্য Flim Fair পুরস্কার পান। 2006 সালে তিনি Wo Lamhe সিনেমাতে কাজ করেন এই ছবিতে তিনি পারভীন ভাবির চরিত্রে অভিনয় করেছেন পরের বছর তিনি "Shakalaka Boom Boom, Life in a Metro" সিনেমাতে তিনি নাফিসা আলি, সালমান যশি, উ সিল্পা সেট্টি মতো বড়-বড় তারকার সাথে কাজ করেন। আর এভাবেই তিনি একের পর এক সিনেমাতে কাজ করতে থাকেন।


কিন্তু এ সাফুল্ল এতটাও সহজ ছিল না। তিনি তার স্ট্রাগেল লাইফে বারেবারেই প্রতারিত হতে থাকেন অনেকেই তাকে কাজ দেওয়ার নামে প্রতারিত করে। 2008 সালে "ধাম ধুম ও ফ্যাশন এবং 2009 সালে Raaz the Mystery Continuous 2010 সালে হৃত্বিক রোশন এর সাথে Kites সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল সেই বছরেই Once upon a Time Mumbai সিনেমাতে অজয় দেবগন,ইমরান হাশমির সাথে কাজ করেন এছাড়াও আয়নিক সিনেমা রয়েছে যেখানে তার অভিনয়ে অসাধারণ দেখা গিয়েছে। এর মধ্যে কিছু কিছু সিনেমা ফ্লপ হয়েছে এবং তার মধ্যে বেশিরভাগ সিনেমায় কঙ্গনা হিট হওয়ার দরুন কঙ্গনা ধীরে ধীরে আমাদের সামনে এক সফল অভিনেত্রী হয়ে উঠেছে। আর সেই সময় থেকেই তিনি বিভিন্ন সমালোচনার মধ্যে জড়িয়ে পড়েন কখনো ডাইরেক্টর কখনো আবার সহকর্মীদের সাথে মনোমালিন্য লিপ্ত হন। এমনকি বর্তমান সময়ে কন্টোভার্সিটিতে রয়েছেন তিনি


রিত্তিকের সাথে অনেকবার তার প্রেমের কারণে শিরোনামে এসেছেন আর এই কারনেই কঙ্গনা মানসিক দিক থেকে ভেঙে পড়েন। এবং মানুষ তাকে নিয়ে সমালোচনা করতে থাকে তবে এই যাবতীয় সমস্যা উপেক্ষা করেও কাঙ্গেনা বলিউডের একমাত্র অভিনেত্রী যিনি পুরুষ অভিনেতা ছাড়াও হিট হিট সিনেমা করে চলেছেন। সেই সঙ্গে তিনি তাঁর নিজস্ব প্রোডাকশন হাউজ খুলেছেন। এবং নিজেই তার সিনেমার পরিচালকের কাজ করেন আর এই কারণগুলি কঙ্গনাকে অন্যান্য অভিনেত্রীর থেকে আলাদা করেছে। তিনি দেশের যেকোনো জ্বলন্ত সমস্যা গুলি নিয়ে কথা বলেন এবং বলিউডের মাফিয়া ও নেপোটিজম এর বিরুদ্ধে মুখ খুললেন আর এর জন্যই বলিউডের অনেক বড়ো বড়ো সুপারস্টার তার বিরুদ্ধে সমালোচনা করেন।


কঙ্গনা এখন তার সিনেমার জন্য 14 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এবং তিনি আনুমানিক 100 কটি সম্পদের মালিক এছাড়াও তিনি প্রচুর পুরস্কার এর মালিক যে গুলির মধ্যে উল্লেখ্য 2007 সালের Gangstar সিনেমার জন্য Flim Fair তরফ থেকে Best Debut Female অভিনেত্রী, এই বছর Gangstar সিনেমার জন্য IFA তরফ থেকে Best Debut Female Award কাকে দেওয়া হয়, Zee Cine Award তাকে দেয়া হয় এছাড়াও সেরা সাপোর্টিং মহিলা অভিনেত্রী হিসেবেও তিনি পরিচিত। 2021 সালে তাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয় বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত এসে পুরস্কার তাকে তুলে দেওয়া হয়।


Top Tags: 

( kangana ranaut biography in hindi
kangana ranaut biography in telugu
kangana ranaut biography in marathi
kangana ranaut biography starsunfolded
kangana ranaut biography education
kangana ranaut biography in bengali
kangana ranaut biography video
kangana ranaut biography age height
kangana ranaut age biography
kangana ranaut awards biography
kangana ranaut actress biography
kangana ranaut age biography in hindi
kangana ranaut awards wikipedia
kangana ranaut biography wikipedia
kangana ranaut born city
kangana ranaut bio data
kangana ranaut biography in english
kangana ranaut wikipedia in english
is kangana ranaut rich
is kangana ranaut is married
is kangana married
is kangana ranaut
kangana ranaut full biography
kangana ranaut wiki filmography
kangana ranaut family biography
kangana ranaut father biography
kangana ranaut films wiki
kangana ranaut - wikipedia the free encyclopedia
kangana ranaut biography hindi
kangana ranaut wikipedia hindi
kangana ranaut husband biography
kangana ranaut husband biography in hindi
kangana ranaut height biography
kangana ranaut height wikipedia
kangana ranaut ki biography in hindi
kangana ranaut wikipedia in hindi
kangana ranaut father job
kangana ranaut early life
kangana ranaut father profession
kangana ranaut ki biography
kangana ranaut wikipedia in kannada
कंगना रनौत का बायोग्राफी
kangana ranaut life biography
kangana ranaut biography in hindi language
kangana ranaut movies wiki
kangana ranaut biography hindi mein
kangana ranaut marathi wikipedia
kangana ranaut wiki in marathi
kangana ranaut on wikipedia
biography of kangana ranaut
biography of kangana ranaut in hindi
kangana ranaut born place
kangana ranaut family background
kangana ranaut family
kangana ranaut family details
biography kangana ranaut
kangana ranaut twitter bio
kangana ranaut wikibio
kangana ranaut height weight bio
kangana ranaut model
kangna ranaut biography
kangana ranaut bio
kangana ranaut 2006
kangana ranaut bibliography
kangana ranaut debut
kangana ranaut actual age
kangana ranaut height
kangana ranaut history
kangana ranaut height weight religion
kangana ranaut 2008

 কঙ্গনা রানাউত
কঙ্গনা রানাউত হাসব্যান্ড
কঙ্গনা রানাউত মুভি
কঙ্গনা রানাউত টুইটার
কঙ্গনা রানাউত ইসরায়েল
কঙ্গনা রানাউত টুইটার একাউন্ট সাসপেন্ডেড
পায়েল কঙ্গনা রানাউত
অভিনেত্রী কঙ্গনা রানাউত
কঙ্গনা রানাউত উইকিপিডিয়া

 )

Post a Comment

أحدث أقدم