DVC New Staff Vacancy 2024:-DVC তে নতুন করে আবার কর্মী নিয়োগ, আবেদন জানান অনলাইন মাধ্যমে ?

DVC New Staff Vacancy 2024 – রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর। আবার দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। কিভাবে এখানে আবেদন করবেন? বয়সসীমা কি থাকছে? শিক্ষকতা যোগ্যতা ও বেতন কি থাকবে এই সমস্ত তথ্য নিয়েই আজকের এই প্রতিবেদনটি অতি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পড়বেন ও নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

DVC New Staff Vacancy 2024:-DVC তে নতুন করে আবার কর্মী নিয়োগ, আবেদন জানান অনলাইন মাধ্যমে ?

পদের নাম

Deputy General Manager, Senior Manager, Manager & Specialist

শূন্য পদ

১৬টি

শিক্ষাগত যোগ্যতা

এখানে অনেকগুলি শূন্যপদ আছে প্রত্যেক শূন্যপদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে। যেমন কোন পদের ক্ষেত্রে গ্রাজুয়েশন লাগছে কোন পদের ক্ষেত্রে আবার MBBS বা Law ডিগ্রী নিয়ে থাকলেও এখানে আবেদন করা যাবে। সে ক্ষেত্রে সমস্ত ইচ্ছুক প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে জেনে নিতে পারেন কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগছে।

বয়সীমা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন ৪৬ থেকে  সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হতে হবে

মাসিক বেতন

এখানে যোগ্যতা অনুযায়ী বেতন দেয়া হবে লেভেল ১১ অনুযায়ী 67 হাজার 700 টাকা থেকে শুরু হচ্ছে


নিয়োগ প্রক্রিয়া:-এখানে প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক যোগ্যতা অনুযায়ী নিয়োগ করা হবে।


আবেদন পদ্ধতি:-এখানে প্রার্থীদের অনলাইনে মাধ্যমে নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন করে সঙ্গে যা যা তথ্য চেয়েছে সেগুলোর নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে দিতে হবে এবং তপশিলি জাতি উপজাতিরা বিশেষ ছাড় পাবেন।


গুরুত্বপূর্ণ তারিখ:-আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে ,চা শেষ হবে আগামী 07-08-2024 ।

যে সকল প্রার্থীরা আবেদন করতে তারা এই সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারে।


অফিসিয়ালি পিডিএফ লিংক

ডাউনলোড করুন 

অফিসিয়ালি ওয়েবসাইট

www.dvc.gov.in


Post a Comment

নবীনতর পূর্বতন