Central SC/ST/OBC Certificate : সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া থেকে শুরু করে সরকারি চাকরি পাওয়ার পরীক্ষা এবং নানান কাজে কেন্দ্র সরকারের কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হয় মানুষের, তবে অনেকেই জানেন না যে, এই সার্টিফিকেট বানানোর পদ্ধতি। আজকের প্রতিবেদনে আমরা আপনাদেরকে এই SC/ST/OBC সার্টিফিকেটের জন্য আবেদন পদ্ধতি প্রয়োজনীয় ডকুমেন্টস সহ বিস্তারিত তথ্য দিতে চলেছি। তাই দেরি না করে পড়ে নিন সম্পূর্ণ প্রতিবেদনটি।
কেন্দ্র সরকারের SC/ST/OBC কাস্ট সার্টিফিকেট
কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে, বিভিন্ন সরকারি চাকরি পাওয়ার জন্য কাস্ট সার্টিফিকেট লাগে। তাই সবার আগে কেন্দ্র সরকারের SC/ST/OBC লিস্টটি দেখে নিতে হবে যে, আবেদনকারী যে জাতির অন্তর্ভুক্ত সেই জাতিটি কেন্দ্র সরকারের লিস্টের মধ্য রয়েছে কি না। যে কাস্ট বা কমিউনিটি কেন্দ্র সরকারের SC/ST/OBC লিস্টের মধ্যে রয়েছে শুধুমাত্র তারাই কেন্দ্র সরকারের কাস্ট সার্টিফিকেট বানাতে পারবেন। নিম্নে কেন্দ্রের SC/ST/OBC লিস্ট দেওয়া রইলো (Central SC/ST/OBC Certificate)।
আবেদন পদ্ধতি
কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য প্রথমে পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্ট সার্টিফিকেট সংগ্রহ করতে হবে, যেখানে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সেক্রেটারির সই থাকতে হবে। অপরদিকে, কেন্দ্র সরকারের OBC সার্টিফিকেট আবেদনের জন্য পঞ্চায়েত থেকে OBC ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করে বিগত তিন অর্থবছরের ইনকাম সহ ইনকামের উৎস লিখে ফর্মটিতে পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সেক্রেটারির সই এবং BDO স্টাম্প করাতে হবে। এরপর পঞ্চায়েতের কাগজ, হাতে লেখা আবেদনপত্র সহ প্রয়োজনীয় ডকুমেন্টগুলি নিয়ে BDO অফিসের BCW অনগ্রসর কল্যাণ অফিসে গিয়ে তা জমা করতে হবে। পরবর্তী ধাপে BDO অফিসের BCW অফিস থেকে আবেদন পত্রটি SDO অফিসে পাঠানো হবে এবং সেখান থেকেই মঞ্জুর করা হবে কেন্দ্র সরকারের কাস্ট সার্টিফিকেটটি (Central SC/ST/OBC Certificate)।
প্রয়োজনীয় ডকুমেন্ট
কেন্দ্র সরকারের কাস্ট সার্টিফিকেটের আবেদনের জন্য লাগবে আধার কার্ড, রাজ্যের কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ, কী কারণে প্রার্থী কেন্দ্র সরকারের SC/ST/OBC সার্টিফিকেট বানানো চাইছেন তার প্রমাণ, কী কারনে কেন্দ্র সরকারের কাস্ট সার্টিফিকেট প্রয়োজন সেই বিষয়ে BDO ও SDO কে ২টি আবেদন পত্র লিখতে হবে, পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট, পঞ্চায়েত রেসিডেন্ট সার্টিফিকেট, OBC দের জন্য বিগত তিন অর্থ বছরের ইনকামের প্রমাণপত্র ইত্যাদি।
কাস্ট সার্টিফিকেট কতদিন পর পাবেন এবং তার বৈধতা কতদিন?
আবেদনের ১ থেকে ১.৫ সপ্তাহ পর প্রার্থী BDO অফিস থেকে কেন্দ্র সরকারের কাস্ট সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন, তবে এক্ষেত্রে আর্জেন্ট থাকলে SDO অফিস থেকে সার্টিফিকেটটি সংগ্রহ করা যেতে পারে। এই সার্টিফিকেটের মেয়াদ হলো এক আর্থিক বছর। ১লা এপ্রিল থেকে প্রতিটি অর্থবর্ষ শুরু হয় এবং তা শেষ হয় ৩১শে মার্চ। তাই কোনো প্রার্থী ২০২৪ থেকে ২০২৫ অর্থবছরের জন্য এই সার্টিফিকেটটি বানান, তাহলে তা শুধুমাত্র ২০২৪ থেকে ২০২৫ অর্থবছেরর জন্যই বৈধ থাকবে (Central SC/ST/OBC Certificate)।
সরকারি অফিসিয়াল SC/CT সার্টিফিকেট ফরমেট :
ওবিসি সার্টিফিকেট NCL ফরমেট : Download
إرسال تعليق